বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে একটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর করেছে এক প্রার্থীর সমর্থকরা।
Published : 22 Mar 2016, 11:41 AM
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মিলন শেখকে পুলিশ আটক করেছে।
রিটার্নিং কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ বলেন, চিংড়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিংজোড় চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে আড়াই থেকে তিনশ লোক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা কেন্দ্রের জানালা দরজা ভাংচুর শুরু করে।
“ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. হাবিবুল্লাহ তা ঠেকাতে গেলে তাকেও তারা মারধর করে তারা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
“পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।”
এ কারণে ওই কেন্দ্রে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বলেন, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মিলন শেখের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী কামালের সমর্থকদের মারধর করেছে।
“কামালের চার সমর্থক হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ওই মারধরের অভিযোগে মামলা হলে মিলন শেখকে পুলিশ আটক করেছে বলে জানান তারক বিশ্বাস।