অনিয়মের অভিযোগ তুলে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
Published : 22 Mar 2016, 10:16 AM
মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান দড়িচর খেজুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক।
তিনি বলেন, “আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফা রারি (আনারস) স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের লোক। সাংসদের প্রভাব নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে তার লোকজন।”
বেশকিছু কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন আব্দুল মালেক।
“সুষ্ঠু ভোট হচ্ছে না, তাই আমি এ নির্বাচন বর্জন করলাম।”
এ ব্যাপারে মোস্তাফা রারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট সুষ্ঠু হচ্ছে, আওয়ামী লীগ প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে এ অভিযোগ করেছেন।”
সাংসদ পঙ্কজ দেবনাথ বর্তমানে এলাকায় নেই উল্লেখ করে তিনি বলেন, “তিনি কীভাবে প্রভাব বিস্তার করছেন?”