ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ একজন আহত হয়েছেন।
Published : 22 Mar 2016, 09:45 AM
মঙ্গলবার সকালে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে সদস্য পদের দুই প্রার্থীর সর্মথকরা সংঘর্ষে জড়ায় বলে দায়িত্বরত এসআই মো. রুবেল হোসেন জানান।
সংঘর্ষের মধ্যে সনজিত চন্দ্র নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুভাস চন্দ্র দে জানান, বাইরে সংঘর্ষ হলেও ভোটগ্রহণে সমস্যা হয়নি।
“পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।”
স্থানীয়রা জানান, মালখানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কার মো. হযরত আলী ও তালা মার্কার প্রার্থী প্রদীপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।