জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল সদরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
Published : 22 Mar 2016, 09:13 AM
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে প্রিজাইডিং কর্মকর্তা এসএস আসাদুজ্জামান জানান।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে জাল ভোট দেওয়া অভিযোগ তুললে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
আসাদুজ্জামান বলছেন, তার কেন্দ্রের ৩০০ ব্যালটপেপার পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় আহত পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন।