ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে একটি ভোট কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন।
Published : 22 Mar 2016, 08:30 AM
মঙ্গলবার সকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা বলে প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র নাথ জানান।
তিনি বলেন, ভোট শুরু পরপরই সদস্য পদের প্রার্থী মমতাজ উদ্দিন ও আব্দুল মতিনের একদল সমর্থক কেন্দ্রে প্রবেশ করে। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন।
“এ সময় একটি হাতবোমা ফাটানো হলে ছয়জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেঠা করে তাদের সরিয়ে দেয় এবং তিনজনকে আটক করে।”
আটক ও আহতদের নাম জানাতে পারেনি প্রিজাইডিং কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র।
নবম ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭১৭ ইউপিতে ভোট চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।