ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র দখলের চেষ্টায় লক্ষ্মীপুরের কমলনগরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
Published : 22 Mar 2016, 08:05 AM
সোমবার গভীর রাতে উপজেলার হাজিরা ইউনিয়নের ৫ নম্বর দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া কেন্দ্রে এ ঘটনা বলে কমলনগর থানার ওসি কবির আহমেদ জানান।
আহত সোলায়মান, আবুল কাশেম ও জহিরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে ওসি কবির বলেন, রাত ৩টার দিকে ওই কেন্দ্র ‘দখল করতে’ আসেন সদস্য পদের প্রার্থী বাহার উদ্দিন ও সফিউল্লাহর সমর্থকরা।
এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়ায় এবং পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রে সকালে শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয়েছে বলে জানান ওসি।