মহেশখালী পৌর নির্বাচনে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী পৌরসভায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2016, 08:39 AM
Updated : 21 March 2016, 09:35 AM

কক্সবাজারের মহেশখালী পৌরসভায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুলতান আহমদ সিরাজী।

নিহত আব্দুর শুক্কুর (২০) মহেশখালীর পৌর এলাকার আবুল কাশেমের ছেলে।

চিকিৎসক সুলতান আহমদ বলেন, নিহতের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রোববার বিকালে ভোটগ্রহণ শেষে ঘোনারপাড়া, পুটিবিলা, চরপাড়া ও গোরকঘাটা ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

ওই ঘটনায় ১৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাবাজার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল বলে হাসপাতালের ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছিলেন।

পরে তাদের মধ্যে মো. মোবারক, মো. তৌকির ও মো. রাসেল নামের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আব্দুর শুক্কুরসহ অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।