বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে নৌকার শ্লোগান সাংসদের

ঝালকাঠিতে জাতীয় শিশু দিবসের সভায় প্রকাশ্যে নৌকার কথা বলেছেন সরকারদলীয় এক সাংসদ।

পলাশ রায় ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2016, 03:01 PM
Updated : 17 March 2016, 03:01 PM

বৃহস্পতিবার কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাংসদ বজলুল হক হারুন নৌকা প্রতীকের পক্ষে কথা বলেন।

আগামী ২২ মার্চ আমুয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি প্রার্থী এটিকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার বলে দাবি করছেন।

আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বজলুল হক হারুন বলেন, “নৌকা প্রধানমন্ত্রীর, নৌকা জাতীয় সংসদের, আজকে ঘরে ঘরে নৌকা।

“কারো প্রচারের জন্য আমি আসিনি, আমি এসেছি নৌকার জন্য, নৌকার কোনো বিকল্প নেই, আর এতে যদি কারো কষ্ট হয় তাতে আমার কিছু করার নেই।”

কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশার সভপতিত্বে সভায় কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আমুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমিরুল ইসলামও বক্তব্য রাখেন। তবে তিনি ভোট চেয়ে কিছু বলেননি।  

এ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিজামউদ্দিন মীরবহর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে সরকার দলের প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করার জন্য এমপির আগমন।

“তিনি বঙ্গবন্ধুর জন্মদিনের অজুহাত দেখিয়ে জনসভা করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।”

এতে নির্বাচনের আচরণবিধি লংঘন করা হয়েছে বলে অভিযোগ করেন নিজাম উদ্দিন মীরবহর।

জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহিনুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ সম্পর্কে ফোনে মৌখিকভাবে আমি শুনেছি।

“তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে খোঁজ নিলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন- সেখানে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান করা হয়েছে, কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হয়নি।”

তবুও লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা।

এ ব্যাপারে সংসদ সদস্য বজলুল হক হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা রাজনৈতিক বা নির্বাচনী কোনো অনুষ্ঠান নয়। মঞ্চে আমি আবেগে বঙ্গবন্ধুর কথাই বলেছি। কারো পক্ষে ভোট চাইনি।

“এতে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ কেউ যদি করে তা সম্পূর্ণ মিথ্যা।”