ইউপি নির্বাচন: বগুড়ায় হামলায় আ. লীগ প্রার্থীর কর্মী নিহত

বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন; আহত হন আরও দুজন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2016, 06:40 AM
Updated : 15 March 2016, 07:25 AM

সোমবার রাত পৌনে ১০টার দিকে বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান।

 নিহত মাহাতাব আলী (৫৫) বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গফুর মণ্ডলের ভাগ্নে এবং পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক।

বিএনপি প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করলেও দলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পঞ্চদাস গ্রামের গোলাম রহমান (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাতে জামতলা বাজারে মাহাতাব তার মামা আব্দুল গফুরের পক্ষে নির্বাচনী কাজ করছিলেন। এ সময় বিএনপি সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে বিএনপি প্রার্থীর সমর্থকরা মাহাতাবকে ধারলো অস্ত্র দিয়ে কোপালে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আওয়ামী লীগের আরও দুই কর্মী আহত হন।

“হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাহাতাবের মৃত্যু হয়।”

মাহাতাবের মৃত্যুর খবর পেয়ে খাদইল ও জামতলা গ্রামের আওয়ামী লীগ কর্মীরা ওবায়দুর রহমানের অফিসে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “বিএনপি প্রার্থী ওবায়দুর রহমানের নেতৃত্বেই মাহাতাবের উপর হামলা হয়েছে।” 

এ বিষয়ে জানতে ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

তবে ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বলেন, কোনো তদন্ত ছাড়াই বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা ঠিক নয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।