রাঙামাটিতে আটক ১৬: পাঁচ জন হেফাজতে

রাঙামাটির বরকলে সেনা পরিচয়দানকারী যুবকসহ আটক ১৬ জনের মধ্যে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2016, 02:28 PM
Updated : 13 March 2016, 02:30 PM

বাকি নয় জনকে জেলে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে জানান আদালত পুলিশের এসআই মোহাম্মদ খালেদ।

বরকল থানার দুটি মামলায় রোববার তাদের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহসেনের আদালতে হাজির করা হয়।

এসআই খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ১৬ জনকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন জানায়।

“রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত বিভাস দেওয়ানকে দুইদিন এবং রিটেন চাকমা, জ্ঞান লাল চাকমা, স্মৃতি বিকাশ চাকমা ও সোহেল চাকমাকে একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।”

আগামী ২৯ মার্চ আদালত এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে বলে জানান তিনি।  

মামলার নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার ১২ জনের একটি দল রাঙামাটির বরকল সদরের এসএস টিলায় যায়। ওই দলের মধ্যে বিভাষ দেওয়ান পাহাড়ের চূড়ায় অবস্থিত বিজিবি ক্যাম্পে নিজেকে সেকেন্ড ল্যাফটেন্যান্ট পরিচয় দেন।

তাদের গতিবিধি সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদে বিভাসের পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়।

এরপর বিভাস দেওয়ানের দেওয়া তথ্যে র‌্যাব-৭ ওইদিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে চার জনকে আটক করে।

এসআই খালেম জানান, আটক ১৬ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি গোপন তথ্য ফাঁসের আইনে বরকল থানায় দুটি মামলা দায়ের করে বিজিবি।