পুরোহিত হত্যা: জিজ্ঞাসাবাদের পর হাজতে জাহাঙ্গীর

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যা মামলায় ১০ দিন জিজ্ঞাসাবাদ শেষে এক সন্দেহভাজনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2016, 02:09 PM
Updated : 4 March 2016, 02:09 PM

শুক্রবার জাহাঙ্গীর হোসেন নামের ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের এক জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ আদেশ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরকে ১৫ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়। ১০ দিন পর তাকে কারাগারে পাঠানো হলো।

এর আগে কথিত জেএমবি সদস্য খলিলুর রহমানকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়।

এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় গত মঙ্গলবার আরেক কথিত জেএমবি সদস্য আলমগীর হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।

বর্তমানে দুই মামলায় বাবুল হোসেন ১৫ দিনের এবং রমজান আলী ও হারেজ আলী ১৮ দিনের রিমান্ডে আছেন।

আলমগীর জাহাঙ্গীরের ছোট ভাই। তারা দেবীগঞ্জ সদরের কামাতপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলা সদরে সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

ওই ঘটনায় যজ্ঞেশ্বর রায়ের বড় ভাই রবীন্দ্রনাথ হত্যা মামলা এবং পুলিশের উপপরিদর্শক মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আইয়ুব আলী জানান, দুই মামলায় জাহাঙ্গীর আলমকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা আপাতত শেষ হয়েছে। এজন্য তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।

“পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে আদালতকে অবহিত করা হয়েছে।”

পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানান পরিদর্শক আইয়ুব আলী।

আইয়ুব আলী বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কী তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে বলা যাবে না।