ত্বকী হত্যার তিন বছরে নানা কর্মসূচি

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2016, 09:44 AM
Updated : 4 March 2016, 09:44 AM

মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (৪ মার্চ) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (৫ মার্চ) বিকাল ৪টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের অনীহা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আহমদ রফিক, কামাল লোহানী, সুলতানা কামাল প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

রোববারের (৬ মার্চ) কর্মসূচিতে রয়েছে সকাল সাড়ে ৮টায় ত্বকীর কবর জিয়ারত ও মিলাদ মাহফিল। বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এখনও এ মামলার বিচার শুরু হয়নি।