ফার্নেস তেলের ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনের ফার্নেস তেলের ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2016, 11:56 AM
Updated : 29 Feb 2016, 11:56 AM

সোনারগাঁও থানার ওসি মো. মঞ্জুর কাদের জানান, তেলের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মহজমপুর এলাকায় ফিলিং স্টেশনের পাশে একটি ফার্নেস অয়েলের ট্যাংকে পড়ে যাওয়ার তিন ঘণ্টা পর তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের লাশ উদ্ধার করে বলে জানিয়েছে পুলিশ।

নিহতেরা হলেন বরিশাল জেলার উজিপুর গাজীপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মাসুম (৩০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ডোনপাড়ার জিন্নত আলীর ছেলে পেট্রোল পাম্পের নিরাপত্তাকর্মী আব্দুল হান্নান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়ায় মেসার্স চাঁন এন্ড সূর্য ফিলিং স্টেশনের শাখা প্রতিষ্ঠানের পাশেই ময়না ট্রেডিং-এর ফার্নেস তেলের ট্যাংকে তেল মাপতে গিয়ে পা পিছলে পড়ে যায় শ্রমিক মাসুম। তাকে উদ্ধার করতে গিয়ে শ্রমিক হান্নানও পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।