‘বিদেশ পাঠানোর নামে’ অপহরণের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ার এক যুবককে বিদেশ পাঠানোর কথা বলে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2016, 03:48 PM
Updated : 26 Feb 2016, 03:48 PM

গত মঙ্গলবার ঢাকার বিমানবন্দর এলাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন নামের (২৮) ওই যুবককে অপহরণ করা হয় বলে জানান কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিম।

“মামুন কলারোয়ার খোরদো গ্রামের মুজিবর রহমানের ছেলে। গত মঙ্গলবার তার মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।”
এ ঘটনায় বৃহস্পতিবার আব্দুল্লাহর মা কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে ওসি জানান।

ওসি বলেন, যার বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে তারা হলেন কলারোয়ার পাটুলিয়া গ্রামের কাশেম ও বাঁকড়া গ্রামের বাকির। আব্দুল্লাহর বিদেশ যাওয়ার ব্যাপারে তারা তদারকি করছিলেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

মামুনের মা খালেদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টায় মালয়শিয়ার বিমানে ওঠার কথা ছিল আবদুল্লার। এ জন্য গত সোমবার (২২ ফেব্রুয়ারি) আমার ছেলে দালাল কাশেমের সঙ্গে ঢাকায় যায়। পরদিন বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে সে আমার সঙ্গে ফোনে কথাও বলে।

“এর কিছুক্ষণ পর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি আমাকে বলে- তোর ছেলে আমার কাছে আছে, তুই দুই লাখ টাকা নিয়ে তোর ছেলেকে নিয়ে যা। টাকা না দিলে তোর ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে।”

তিনি আরও বলেন, আবদুল্লার বিদেশে যাওয়ার ব্যাপারে কাশেম দালালের কাজ করতেন। পরে দালাল বাকিরও তাকে সহযোগিতা করছিলেন।

“এখন তাদেরও কোথাও খুঁজে পাচ্ছি না।”