গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ সদর উপজেলায় ‘বালু বিক্রি’ করাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও কয়েকজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2016, 06:50 AM
Updated : 26 Feb 2016, 07:38 AM

শুক্রবার সকালে নখড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান।

নিহত কবির সর্দার (৪২) ওই গ্রামের স্থানীয়। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তবে তারা গ্রেপ্তারের ভয়ে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ‘গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেছেন’ বলেও ওসি জানান।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবিরের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন ছিল। কয়েকজন গ্রামবাসী গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।”       

সকাল সাড়ে ৮টার দিকে আল আমিনের সঙ্গে কামাল সর্দারের সমর্থকদের মধ্যে ‘বালু বিক্রি’ করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িতে ভাংচুরও চালায় তারা। এ সময় আল আমিন সমর্থক কবির পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

এরমধ্যে পুলিশ আসার খবর পেয়ে অন্যরা পালিয়ে যান। পরে গ্রামবাসীরাই কবিরকে দ্রুত হাসপাতালে নেয়।