পুরোহিত হত্যা: রাবি ছাত্রের ‘সম্পৃক্ততা মেলেনি’

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যায় আটক রাজশাহী বিশ্বদ্যিালয় ছাত্র নাজমুস সাকিব মুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2016, 03:38 PM
Updated : 24 Feb 2016, 03:46 PM

বুধবার ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত রোববার সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা এবং মঠের ভক্ত গোপাল চন্দ্রকে গুলি করে হত্যার চেষ্টা করে। আরেক ভক্ত নির্মল চন্দ্র রায় পালিয়ে আত্মরক্ষা করেন।

এ ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আইয়ুব আলী মঙ্গলবার বলেছিলেন, মুনকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মুনের আইনজীবী আব্দুর রউফ জানান, পুলিশ ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে সোপর্দ করা হয়।

“ওই সময় আমরা তার পক্ষে জামিনের আবেদন জানাই। আদালত আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেম দেয়।”

এ প্রসঙ্গে যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের তদারক দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ বলেন,  হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কোনো তথ্য বা ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গত সোমবার বিকালে দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া থেকে সাকিবকে আটক করা হয়। তাকে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নাজমুস সাকিব দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সম্মান শ্রেণির চূড়ান্ত পর্বের পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছেন।