মাটিরাঙ্গায় যুবকের লাশ, ছাত্র পরিষদের কর্মসূচি

নিখোঁজের তিনদিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2016, 02:40 PM
Updated : 21 Feb 2016, 02:40 PM

এ ঘটনার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।

রোববার সকালে উপজেলার রিচাং ঝর্ণা এলাকায় তার লাশ পাওয়া যায় বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটো।

নিহত আজিজুল হক শান্ত (২৭) নতুনপাড়া গ্রামের আহম্মদের ছেলে। এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।

এ ঘটনায় জড়িত অভিযোগে ধন বিকাশ ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান ওসি শাহাদাৎ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার মোটসাইকেলে ভাড়া নিয়ে মাটিরাংগায় যাওয়ার পথে নিখোঁজ হন আজিজুল। শনিবার তার বাবা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে ধন বিকাশকে আটক করে।

“বিকাশের দেওয়া তথ্যমতে রিচাং ঝর্না এলাকা থেকে আজিজুলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।”

আজিজুলের লাশ উদ্ধারের খবরে বিক্ষুদ্ধ লোকজন খাগড়াছড়ি-মাটিরাংগা-চট্টগ্রাম সড়ক অবেরোধ করে রাখলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে বলে জানান ওসি।  

পরে শহরের চেঙ্গি স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে বাঙালি ছাত্র পরিষদ।

সংগঠনটির জেলা সভাপতি আবাদুল আজিজ ওই সমাবেশে আজিজুলকে হত্যার প্রতিবাদে সেমবার জেলায় অবরোধ ঘোষণা দেন।