রাঙ্গামাটিতে সহকর্মীর রাইফেলের গুলিতে কনস্টেবলের মৃত্যু

রাঙ্গামাটিতে সহকর্মীর রাইফেল থেকে ‘দুর্ঘটনাক্রমে’ বেরিয়ে যাওয়া গুলিতে এক কনস্টেবল নিহত হয়েছেন।

রাঙ্গামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2016, 11:13 AM
Updated : 20 Feb 2016, 11:26 AM

শনিবার দুপুরে শহরের সুখী নীলগঞ্জে পুলিশ লাইনে এ ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান।

নিহত পূর্ণয় বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ায়। চার মাস আগে প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দেন তিনি।

ঘটনাটি আকস্মিকভাবেই ঘটে দাবি করে পুলিশ সুপার বলেন, “সকালে পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন শেষে নিজ রুমে যান পূর্ণয়। এসময় তার রুমমেট কনস্টেবল সৌরভ বড়ুয়ার নিরাপত্তা চৌকিতে ডিউটিতে যাওয়ার কথা ছিল।

“দু’জনে কথা বলার সময় বিছানায় রক্ষিত চাইনিজ রাইফেল থেকে আকস্মিকভাবে ফায়ার হয়। এতে পূর্ণয় কোমরে গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন।”

ঘটনার আকস্মিকতায় সৌরভ অচেতন হয়ে পড়েন দাবি করে পুলিশ সুপার সাঈদ বলেন, “পরে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পূর্ণয়ের মৃত্যু হয়।”

সৌরভের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।