পবায় পিটিয়ে যুবক হত্যা: গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ৯

রাজশাহীর পবা উপজেলায় জনতার পিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় গ্রাম পুলিশ সদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2016, 05:12 PM
Updated : 19 Feb 2016, 05:12 PM

শুক্রবার ভোরে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশইল এলাকা থেকে আট জনকে এবং বিকালে গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয় বলে জানান পবা থানার ওসি শরিফুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন স্থানীয় রমজান আলীর ছেলে গ্রাম পুলিশ হুমায়ন কবীর (২৭), আনছার আলীর ছেলে রফিকুল ইসলাম (২২), মৃত আব্দুস জব্বারের ছেলে হামেদ আলী (৫২), মৃত হবিবুরের ছেলে মজিবুর রহমান (৫১), ইয়াছিন আলীর ছেলে তাইজুল ইসলাম (৪০), জমিমুদ্দিনের ছেলে নাজমুল হুদা (২০), মৃত তফিজ উদ্দিনের ছেলে কাওসার আলী (৩৫), আব্দুর রশিদের ছেলে আলম হোসেন (৩০) ও তসিম উদ্দিনের ছেলে মিঠুন আলী (১৯)।

ওসি বলেন, আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে হেফাজতের (রিমান্ড) আবেদন করে আদালতে হাজির করা হয়েছে। পরে সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়।

“এছাড়া গ্রেপ্তার গ্রাম পুলিশকে শনিবার আদালতে পাঠানো হবে।”

রোববার রিমান্ড আবেদরের শুনানি হতে পারে বলে জানান তিনি।

ওসি বলেন, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি মুদি দোকানের তালা ভেঙ্গে চুরির অভিযোগে হাসান আলীকে (২৬) পিটুনি দেয় জনতা।

“পরে পবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওই ঘটনায় পুলিশ অজ্ঞাত পরিচয় ৪০/৪৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান তিনি।