দিনাজপুরে আ.লীগের ২৪ কর্মী কারাগারে

দিনাজপুরে এক ইউএনওকে মারধরের মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২৪ কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 12:55 PM
Updated : 6 March 2016, 08:48 AM

বৃহস্পতিবার আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র রায় এ আদেশ দেন। 

আসামি পক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান টুটুল সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ১ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরী কাম পিয়ন নিয়োগকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ইউএনও অফিসে হামলা ও ভাংচুর করে এবং ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনকে মারধর করে।

এ ঘটনায় ইউএনও অফিসের সুপার আব্দুর রহমান বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।

ডিবির উপ-পরিদর্শক বজলুর রশিদকে মামলার তদন্তভার দেওয়া হয়। তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তিনি।

এ মামলায় হাইকোর্ট থেকে দেওয়া জামিনের মেয়াদ শেষে ৩২ জনের মধ্যে ২৭ জন আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের আবেদন করেন।

এদের মধ্যে তিনজনের জামিন দেয় আদালত। এছাড়া অন্য পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।