শার্শায় মাদ্রাসা অধ্যক্ষকে কারাদণ্ড

বাল্যবিবাহ পড়ানোর এবং ভুয়া কাবিননামা পাওয়ায় যশোরের শার্শা উপজেলায় এক নিকাহ রেজিষ্ট্রার ও কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি এক মাদ্রাসার অধ্যক্ষর দায়িত্বেও রয়েছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 12:11 PM
Updated : 11 Feb 2016, 12:11 PM

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত মহসিন আলী শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে মহসিন কায়বা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার এবং টেংরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলে জানিয়েছেন শার্শা থানার উপ-পরিদর্শক সঞ্জীব মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ১০০টির মতো ভুয়া কাবিননামাসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে বাল্যবিবাহ ও ভুয়া কাবিননামার মাধ্যমে অর্থের বিনিময়ে অসম বিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে।’

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ শিকার করায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর যশোর জেলহাজতে পাঠানোর জন্য তাকে পুলিশে দেওয়া হয়েছে।