খাগড়াছড়িতে বাসের সংঘর্ষে ২ চালক নিহত

খাগড়াছড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয় যাত্রী।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 10:25 AM
Updated : 10 Feb 2016, 12:27 PM

বুধবার বেলা ১টার দিকে মাটিরাংগা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গুইমারা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

নিহত এক চালকের নাম সিরাজুল ইসলাম বলে জানালেও তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম জানাতে পারেননি তিনি।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে বাইল্যাছড়ি এলাকায় খাগড়াছড়িগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হলে ১১ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই চালকের মৃত্যু হয়।

আহত বাসযাত্রী মাইন উদ্দীন বলেন, “চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল।পথে ফেনী থেকে আসা বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।”

খাগড়াছড়ির সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার বলেন, আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।