রাষ্ট্রকাঠামো দুর্নীতি প্রতিরোধক: ইফতেখারুজ্জামান

দেশের রাষ্ট্রকাঠামো অনেক বেশি দুর্নীতি প্রতিরোধক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 04:56 AM
Updated : 10 Feb 2016, 04:56 AM

চাঁদপুরে মঙ্গলবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশে ইতিমধ্যে রাষ্ট্র কাঠামোতে, আমি অনেক বেশি জোরালোভাবে বলতে পারি  রাষ্ট্রকাঠামোতে, আইনি কাঠামোতে এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে অনেক বেশি দুর্নীতি প্রতিরোধক শক্তি সৃষ্টি হয়েছে।

“অন্যভাবে বলতে, আমাদের রাষ্ট্রকাঠামো এখন আগের তুলনায় গত ১০ বছর আগের তুলনায় অনেক বেশি দুর্নীতি প্রতিরোধক।”

‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা সভাপতি কাজী শাহাদাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ প্রমুখ।

জেলা শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টে ওই মতবিনিময় সভায় রাজনীতিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের দুশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।