এসএসসি পরীক্ষা: নলছিটির কেন্দ্রসচিবকে কারণ দর্শাও নোটিস

এসএসসি পরীক্ষায় বহিষ্কারের তথ্য যথাসময়ে অবহিত না করায় ঝালকাঠির নলছিটির এক কেন্দ্রসচিবকে কারণ দর্শাও নোটিস দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 06:19 PM
Updated : 9 Feb 2016, 06:19 PM

নোটিস পাওয়া সচিব মো. রেজাউল ইসলাম নলছিটি ৫১১ নম্বর কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তিনি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নোটিস পাওয়া কেন্দ্রসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার শেষ মুহূর্তে অসদুপায় অবলম্বনের অভিযোগে ভিজিল্যান্স টিমের সদস্যরা ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

“খবর পেয়ে আমি ছুটে গিয়ে তা যাচাই-বাছাই করি। তথ্যটি এসএমএসের মাধ্যমে বরিশাল শিক্ষা বোর্ডকে পাঠাতে মাত্র ১০ মিনিট দেরি হয়। বিষয়টি অনিচ্ছাকৃত। বুধবার সশরীর হাজির হয়ে শিক্ষা বোর্ডকে যথাযথ কারণ দর্শাতে সক্ষম হব বলে আমি আশাবাদী।”

বহিষ্কৃতদের মধ্যে রয়েছে নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন, পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের একজন।