যৌতুকের দাবিতে মুন্সীগঞ্জে নারী নির্যাতনের অভিযোগ

মুন্সীগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 06:22 PM
Updated : 4 Feb 2016, 06:44 PM

বৃহস্পতিবার পশ্চিম গাঁওদিয়া গ্রামের হাসেম মোল্লার ছেলে সোহেল মোল্লাকে (৩২) নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানান লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন।

‘নির্যাতনের শিকার’ রাশিদা শিকদারের (২৭) ভাই শুকুর শিকদার অভিযোগ করেন, দুই বছর আগে বিয়ে হলেও প্রায় ছয় মাস ধরে সোহেল ও তার ছোট ভাই রুবেল যৌতুকের দাবিতে রাশিদার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন।

বুধবার মধ্যরাতে রাশিদাকে ব্লেড দিয়ে জখম করা হয় বলে তার অভিযোগ।

রাশিদাকে প্রথমে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, রাশিদার ভাই শুকুর শিকদার লৌহজং থানায় সোহেল ও তার ভাই রুবেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

রাশিদা ছত্রিশ গ্রামের আলী শিকদারের মেয়ে। এই দম্পতির সাত মাসের একটি ছেলে রয়েছে।