ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি আটক

ভারতীয় সীমান্তে অবৈধভাবে  ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দৌলতবাড়ি সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 01:48 PM
Updated : 2 Feb 2016, 01:48 PM

মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সেলিম (২৭) নামের ওই যুবককে ভারতের অভ্যন্তর থেকে আটক করা হয় বলে বিজিবির দৌলতবাড়ি ক্যাম্পের কমান্ডার আবুল কাশেম জানান।

আটক সেলিম শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের ফজলুর রহমারে ছেলে। তাকে পশ্চিমবঙ্গের মালদা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় ১৯০/৩ এস আন্তর্জাতিক পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সেলিমকে আটক করে বিএসএফ।’

অনুপ্রবেশের দায়ে মামলার পর তাকে পশ্চিমবঙ্গের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক আনোয়ারুল হক মন্ডল জানান, সন্ধ্যায় পতাকা বৈঠকে বিএসএফের কাছে সেলিমকে ফেরত চাওয়া হয়েছিল।