বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার আরোহী একই পরিবারের তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2016, 10:07 AM
Updated : 31 Jan 2016, 10:07 AM

রোববার উপজেলার কেয়টখালি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেলার সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান।

নিহতরা হলেন লৌহজং উপজেলার বনসামন্ত গ্রামের ব্যবসায়ী আজহার হোসেন মৃধা (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) এবং বোন মাকসুদা বেগম (৬০)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যবহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেকারের সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে মাকসুদা বেগম মারা যান।

গুরুতর আহত হয়েছে তাদের গৃহকর্মী মরিয়ম বেগম (৪০) ও গাড়ি চালক কোরবান আলী।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।