মেঘনায় ট্রলারডুবি: পাঁচদিন পর ৪ লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচরে ট্রলারডুবির পাঁচদিন পর তিন শিশুসহ চার জনের লাশ পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2016, 07:42 AM
Updated : 31 Jan 2016, 12:51 PM

রোববার বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে এক শিশুর এবং ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর দুই শিশু ও এক নারীর লাশ পাওয়া যায় বলে জানান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল।

এরা হল হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জামাল বেপারির ছেলে ফাহিম (দেড় বছর), মোস্তফা মৃধার ছেলে মানিক (৪), সালাহউদ্দিনের স্ত্রী আলেয়া (২৬) ও মেয়ে স্বর্ণা (৮)।

সরওয়ার কামাল বলেন, হিজলার অন্তর্বান এলাকায় মেঘনা নদীতে স্থানীয় জেলেদের জালে ফাহিমের লাশ আটকা পড়ে। পরে বিষয়টি জানতে পেরে তার স্বজনরা লাশ উদ্ধার করে হাইমচরে নিয়ে আসে।

এদিকে রোববার সন্ধ্যায় স্থানীয়রা মেঘনা নদী থেকে দুর্ঘটনাকবলিত ট্রলার ‘এমভি রবিন’ উদ্ধার করে।

পরে ট্রলার থেকে মানিক, আলেয়া ও স্বর্ণার লাশ পাওয়া যায় বলে জানান হাইমচর থানার ওসি মো. ওয়ালী উল্লাহ অলি।

গত ২৬ জানুয়ারি সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে  ট্রলার ‘এমভি রবিন’ ঈশানবালার যাওয়ার পথে মালবাহী জাহাজে ধাক্কায় মাঝ নদীতে ডুবে আটজন নিখোঁজ হয়।

এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে মোস্তফা মৃধার ছেলে রতন (২), শাহ আলমের স্ত্রী নারগিস (৩০), মেয়ে শাহজাদী (২০) ও সালাহউদ্দিন ছেলে সিয়াম (৪)।