মাদারীপুরে মাদ্রাসা ও এতিমখানা ভস্মীভূত

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি মাদ্রাসা ও সংলগ্ন এতিমখানা সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2016, 10:21 AM
Updated : 29 Jan 2016, 10:21 AM

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাহাদুরপুর ব্যাপারীবাড়ির মোহাম্মদিয়া ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে শিবচর থানার ওসি জাকির হোসেন জানান।  

পরে এলাকাবাসীর সহযোগিতায় শিবচর ফায়ার স্টেশন দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে দুর্বৃত্তরা এটি করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানালেও মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

“তবে এখনো বুঝে উঠতে পারছি না, আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়লো, নাকি দুর্বৃত্তরা অগুন দিল। এই বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই আমাদের প্রকৃত তথ্য দিতে পারবে।”