শপথ শেষে কাউন্সিলর গ্রেপ্তার

শপথ নিয়ে বাড়ি ফেরার পথে ঝালকাঠির নলছিটি পৌরসভার এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল প্রতিনিধিঝালকাঠি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2016, 10:54 AM
Updated : 25 Jan 2016, 10:54 AM

সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন লাবলুকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আবদুল্লাহ আল মামুন নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

নলছিটি থানার ওসি এসএম মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন সকালে নির্বাচনে প্রতিপক্ষের কর্মী আবু সাঈদ মোস্তফা কামালকে কুপিয়ে আহত করার অভিযোগে একটি মামলা হয়।

“গত ১২ জানুয়ারি রাতে নলছিটি থানায় বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন আহতের বড় ভাইয়ের ছেলে ইকবাল হোসেন।

“ওই মামলায় আবদুল্লাহ আল মামুনসহ ২৩ জনকে আসামি করা হয়। মামুন হলেন প্রধান আসামি।”

মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। শপথ শেষে তাকে গ্রেপ্তার করা হয়, বলেন মাকসুদুর রহমান।

সোমবার বরিশাল নগরীর ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিভাগের ১৭ মেয়র, ১৫৩ সাধারণ কাউন্সিলর ও ৫১ জন সংরক্ষিত নারী কাউন্সিলরকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. গাউস।

গত ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল বিভাগের ১৭ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়।