তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শিমুলিয়ায়

ঘন কুয়াশায় কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2016, 03:56 AM
Updated : 25 Jan 2016, 03:56 AM

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক খালিদ হোসেন জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মাওয়ায় তিনটি নতুন ঘাট হচ্ছে: মন্ত্রী

“কুয়াশা কাটার পর সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।”

কুয়াশার কারণে বয়াবাতি দেখা না যাওয়ায় মাঝপদ্মায় সাতটি ফেরি আটকে ছিল বলে জানান তিনি।

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।