কুয়াশায় ফেরি বন্ধ শিমুলিয়ায়

ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ ফেরি ঘাট শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি পারাপার বন্ধ রয়েছে ঘন কুয়াশায় কারণে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2016, 04:06 AM
Updated : 24 Jan 2016, 04:06 AM

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক খালিদ হোসেন জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“কুয়াশার কারণে বয়াবাতি দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”

পদ্মায় ঘন কুয়াশার কারণে তিনটি ফেরি মাঝ নদীতে আটকে আছে বলে খালিদ হোসেন জানান।

এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর তা আবার সচল হয়েছে।

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশায় কারণে সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

“এখন ফেরি চলাচল স্বাভাবিক। ঘাটে যানবাহনের তেমন চাপও নেই।”

শীত মৌসুমের কয়েকটি মাস প্রায় প্রতিদিনই কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।