যৌতুক না পেয়ে ‘স্ত্রীর শরীরে আগুন’

যশোরের কেশবপুরে ‘যৌতুক না পেয়ে’ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2016, 02:05 PM
Updated : 22 Jan 2016, 02:05 PM

শুক্রবার সকালে উপজেলার কুশলদিয়া গ্রামে এ ঘটনায় দগ্ধ জেসমিন খাতুনকে (২০) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান।

জেসমিন ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ওসি সহিদুল বলেন, “গায়ে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন জেসমিন। তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালে চিকিৎসাধীন জেমমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট বছর আগে রবিউলের সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর আগে মোটরসাইকেল কেনার জন্য তার বাবার কাছ থেকে টাকা নেন রবিউল। সম্প্রতি বাবার কাছ থেকে আরও টাকা এনে দিতে চাপ দেওয়া শুরু করে।

“আমি টাকা এনে দিতে রাজি না হওয়ায় শুক্রবার সকালে আমাকে মারধর করে। এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।”

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, “জেসমিনের মুখ, গলা, কাঁধ, বুকসহ শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠাতে হবে।”