গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ আহত ৩

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2016, 06:29 AM
Updated : 21 Jan 2016, 06:29 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়নগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই মো. আজিজুর রহমান।

আহতদের মধ্যে অটোচালকের নাম জানা যায়নি। অন্যরা হলেন কালীগঞ্জের বেতুয়া গ্রামের লিপি রাণী দাস (২৪) তার ভাগ্নী মিথিলা (৭) ।  

গুরুতর আহত চালক ও লিপি রাণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আজিজুর বলেন, “সকাল ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন বড়নগর রেলক্রসিং পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ঢাকাগামী সিলেট মেইল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।”

স্থানীয়রা দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে চিকিৎসকরা গুরুতর আহত দুইজকে ঢাকা মেডিকেলে পাঠান বলে জানান এসআই আজিজুর।

বড়নগর রেলক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক নেই।