বঙ্গোপসাগরে কোস্টগার্ড-‘জলদস্যু বন্দুকযুদ্ধ’, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের মহেশখালী এলাকায় বঙ্গোপসাগরে জলদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে উপকূল রক্ষায় নিয়োজিত এই বাহিনী। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2016, 08:26 AM
Updated : 18 Jan 2016, 08:26 AM

সোমবার ভোরে মহেশখালীর মাতারবাড়ী উপকূলে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

এ সময় বেশকিছু অস্ত্র, গুলি এবং জলদস্যুদের ব্যবহৃত কাঠের তৈরি একটি ট্রলার জব্দ করা হলেও কোনো হতাহত হয়নি কিংবা কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কোস্টগার্ডের টহলদল একটি ট্রলারকে থামার সংকেত দিলে জলদস্যুরা ট্রলার থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে জলদস্যুরা সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়।

“পরে তাদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ এবং তাতে তল্লাশি চালিয়ে বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।”

জলদস্যুদের আটকে অভিযান চলছে বলে জানান শহীদুল।