নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদকে আটক করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2016, 06:10 AM
Updated : 11 Jan 2016, 06:22 AM

সোমবার এ তথ্য জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি সদর থানার ওসি আবুল খায়ের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর সুন্দরবন হোটেল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তোফায়েল আহমেদকে আটক করে। তিনি বর্তমানে পিবিআই সদরদপ্তরে আছেন।”

তোফায়েলের বিরুদ্ধে কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, হামলার ঘটনাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি খায়ের। 

পিবিআই প্রধান ডিআইজি মাহাবুবুর রহমান বলেন, “এ ব্যাপারে আমাদের অভিযান চলছে।” 

ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতিতে রাতভর সাম্প্রদায়িক সহিংসতা চালায় দুর্বৃত্তরা।

রামু উপজেলায় ত্রিশ হাজারের মতো বৌদ্ধ ধর্মাবলম্বীর বসবাস। এখানে ছোট-বড় মিলিয়ে ২৪টি বৌদ্ধ বিহার রয়েছে, যার মধ্যে ১২টিতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় ২৯ সেপ্টেম্বর রাতে।

পরদিন উখিয়া ও টেকনাফের ১৯ বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে সরকারের পক্ষ থেকে এসব বিহার পুর্নর্নিমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

এ ঘটনায় রামু, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

রামু ও উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলার তিনটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ, যাতে ৯২ জনের নাম রয়েছে।