মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, আটক ৪

কক্সবাজারের মহেশখালীতে ‘জলদস্যু’ ও ‘মানব পাচারকারীদের’ সঙ্গে বন্দুকযুদ্ধের পর চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2016, 07:55 AM
Updated : 10 Jan 2016, 07:55 AM

রোববার ভোরে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস।

আটককৃতরা হলেন ওই এলাকার নেছার আহমদের ছেলে আব্দুর রহিম (২৮), সিকদার মিয়ার ছেলে আব্দুল মালেক (৩০), আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) ও আব্দুস সাত্তারের ছেলে শফি আলম (৩৮)।

তাদের বিরুদ্ধে জলদস্যুতা ও মানবপাচারে জড়িত থাকার অভিযোগে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে পরিদর্শক দিদারুল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাজিয়াকাটা এলাকায় জলদস্যু ও মানবপাচারকারীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও সাত রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।”

বন্দুকযুদ্ধে দুপক্ষের কেউ হতাহত হয়নি, তবে চারজনকে আটক করা হয়। বাকিরা অস্ত্রসহ পালিয়ে গেছে বলে জানান তিনি।