‘চাঁদার দাবিতে’ জামালপুরে শিক্ষককে পিটিয়ে জখম

জামালপুরে দেওয়ানগঞ্জে চাঁদার দাবিতে একটি কলেজের উপাধ্যক্ষকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। 

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2016, 11:06 AM
Updated : 7 Jan 2016, 11:06 AM

বৃহস্পতিবার সকালে বেলতলী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান দেওয়ানগঞ্জ থানার ওসি আসলাম হোসেন।

আহত ‘দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজের’ উপাধ্যক্ষ হারুন অর রশীদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শিক্ষক হারুন অটোরিকশায় করে জামালপুর থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার সময় স্বপন নামের এক ব্যক্তি তার মোবাইলে ফোন করে দেড় লাখ টাকা দাবি করে। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানান।

“কিছুক্ষণ পর হারুন বেলতলী বাজারে সিএনজি স্টেশনে এসে নামার পর ৬/৭ জন দুর্বৃত্ত তাকে কাঠ দিয়ে পিটিয়ে জখম করে।”

ওসি জানান, শিক্ষক হারুন ওই ঘটনায় মমিনুর রহমান স্বপনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিক্ষক হারুনের উপর হামলার প্রতিবাদে তার সহকর্মী ও শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষক পরিষদ।