ভূমিকম্পে সিলেটে দেয়াল ধসে আহত ৪
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2016 01:53 PM BdST Updated: 04 Jan 2016 03:10 PM BdST
ভূমিকম্পে সিলেট নগরীর একটি নির্মাণাধীন মার্কেটের দেয়াল ধসে পাশের ভবনে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন।
Related Stories
সোমবার ভোরে নগরীরর জিন্দাবাজার এলাকার ‘কানিজ প্লাজা মার্কেটের’ দেয়াল ধসে পড়ে বলে জানান কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।
আহতরা হলেন সাজিদুল ইসলাম, ফরিদুল ইসলাম ফরিদ, শিল্পী বেগম, ও রোকশানা আক্তার। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভূমিকেম্পের সময় সিলেট নগরীর কয়েকটি স্থানে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বিডিনি্উজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ভূমিকম্পের সময় নির্মাণাধীন মার্কেট কানিজ প্লাজার নয় তলার দেয়াল ধসে পাশের একটি টিনশেড বাড়ির চালে পড়লে ওই বাড়ির চার সদস্য আহত হন।
ওই সময় ওই বাড়ির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।
নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এর মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনামুল হাবীব।
বাড়ির স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানিজ প্লাজা কর্তৃপক্ষকে বার বার বলা সত্তেও খোলামেলাভাবে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মণিপুরের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
-
ময়মনসিংহে একজনকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
-
তেঁতুলিয়ায় ৩০ কেজির বাঘাইড় বিক্রি ৪৫ হাজার টাকায়
-
পদ্মা সেতুর টোল প্লাজাসংলগ্ন মহাসড়কে সন্তান প্রসব
-
নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
-
ঝালকাঠিতে বাড়ির পুকুর থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
-
খুলনায় স্ত্রী-কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
-
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় বিক্ষোভ
-
টাঙ্গাইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন