ভূমিকম্পে সিলেটে দেয়াল ধসে আহত ৪

ভূমিকম্পে সিলেট নগরীর একটি নির্মাণাধীন মার্কেটের দেয়াল ধসে পাশের ভবনে পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2016, 07:53 AM
Updated : 4 Jan 2016, 09:10 AM

সোমবার ভোরে নগরীরর জিন্দাবাজার এলাকার ‘কানিজ প্লাজা মার্কেটের’ দেয়াল ধসে পড়ে বলে জানান কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।

আহতরা হলেন সাজিদুল ইসলাম, ফরিদুল ইসলাম ফরিদ, শিল্পী বেগম, ও রোকশানা আক্তার। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভূমিকেম্পের সময় সিলেট নগরীর কয়েকটি স্থানে হুড়োহুড়ি করে বাসা থেকে বের হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বিডিনি্উজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ভূমিকম্পের সময় নির্মাণাধীন মার্কেট কানিজ প্লাজার নয় তলার দেয়াল ধসে পাশের একটি টিনশেড বাড়ির চালে পড়লে ওই বাড়ির চার সদস্য আহত হন।

ওই সময় ওই বাড়ির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।

নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এর মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনামুল হাবীব।

বাড়ির স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কানিজ প্লাজা কর্তৃপক্ষকে বার বার বলা সত্তেও খোলামেলাভাবে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মণিপুরের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।