ঝিনাইদহে তিন শিশুকে পুড়িয়ে হত্যা

পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই ভাতিজা ও এক ভাগ্নেকে পুড়িয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2016, 04:56 PM
Updated : 3 Jan 2016, 06:30 PM

নিহতরা হল কবিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাফিল (৯) ও আমিন (৬) এবং রাশেদুল হাসানের ছেলে মাহিন (১৪ )।

রোববার রাতে গ্রেপ্তার ইকবাল হোসেন সিঙ্গাপুর প্রবাসী। শাফিল ও আমিন তার ভাইয়ের এবং মাহিন তার বোনের ছেলে।

শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুর থেকে ইকবাল কিছুদিন আগে বাড়ি আসার পর পারিবারিক কলহে জড়িয়ে পড়েন।

“সন্ধ্যার পর ভাতিজা শাফিল ও আমিন এবং ভাগ্নে মাহিনকে নিজ বাড়িতে ডেকে এনে একটি ঘরের মধ্যে আটকে রেখে কুপিয়ে ও গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা করেন ইকবাল।”

পরে ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা শিশু তিনটিকে উদ্ধার করলেও ততক্ষণে শাফিল ও আমিন পুড়ে অঙ্গার হয়ে যায়।

মাহিনের শরীরের অধিকাংশ পুড়ে যায়। তাকে প্রথমে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আমিন প্রথম শ্রেণি, শাফিল তৃতীয় শ্রেণি এবং মাহিন অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ইকবালকে গ্রেপ্তার করেছে বলে এসআই এমদাদ জানিয়েছেন।