রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

পৌর নির্বাচনে অনিয়মের প্রতিবাদ ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2016, 05:06 AM
Updated : 3 Jan 2016, 05:11 AM

রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়েছে বলে সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা জানিয়েছেন।

অবরোধের কারণে সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও যাত্রীবাহী লঞ্চ চলাচল করেনি।

সকাল ৯টার দিকে শহরের বনরূপাসহ কয়েকটি এলাকায় অবরোধ সমর্থকদের পিকেটিং করতে দেখা গেছে।

তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

গত ৩০ ডিসেম্বর রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির অভিযোগ তুলে পরদিন পৌর ভোট প্রত্যাখ্যান এবং শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় জেএসএস।

অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদার নির্বাচনে অনিয়মের অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।