শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পাঁচঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2015, 03:36 AM
Updated : 31 Dec 2015, 12:55 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়ার সহকারী ব্যবস্থাপক আব্দুল আলীম।

মাওয়ায় তিনটি নতুন ঘাট হচ্ছে: মন্ত্রী

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকালে কুয়াশা কেটে গেলে আবার চালু করা হয়।

“এ সময় মাঝ পদ্মায় চার শতাধিক যাত্রী ও শতাধিক যানবাহন নিয়ে ছয়টি ফেরি আটকে ছিল।”
ফেরি চলাচল শুরু হলেও শিমুলিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, বাসসহ ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে বলে জানান তিনি।