মৌলভীবাজারে ৩ টিতে আ.লীগ, ১ টিতে স্বতন্ত্র জয়ী

পৌর নির্বাচনে মৌলভীবাজারের চারটি পৌরসভার ৩টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2015, 07:43 PM
Updated : 30 Dec 2015, 07:43 PM
মৌলভীবাজার সদর
পৌরসভার রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান শিকদার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো ফজলুর রহমান বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৩৮ ভোট। তার নিকটতম বিএনপির মো. অলিউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন  ৭ হাজার ৫৫০ ভোট।

মোট ভোট পড়েছে ৫৮ দশমিক ৬৭ ভাগ।

কমলগঞ্জ পৌরসভা

কমলগঞ্জে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের জুয়েল আহমেদ। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৯৯০ ভোট।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া-হাবিব বিপ্লব (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট। মোট ভোট পড়েছে ৮২ দশমিক ৭০ শতাংশ।

রাতে কমলগঞ্জ উপজেলা রিটানিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বড়লেখা পৌরসভা

বড়লেখায় আওয়ামী লীগের আবুল ইমরান কামরান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পান ৪ হাজার ৩৮ ভোট।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী খিজির আহম্মদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৭৭ ভোট।

এ নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৯ শতাংশ।

রাতে বড়লেখা উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

কুলাউড়া পৌরসভা

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন (নারিকেল গাছ )-৪ হাজার ২৩০ ভোট। তার নিকটতম বিএনপির কামাল উদ্দিন আহম্মদ জুনেদ (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট। মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৪৯ ভাগ।

রাতে মৌলভীবাজার জেলা নিবার্চন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।