চাঁদপুরের ৫ পৌরসভায় আ. লীগের জয়

চাঁদপুরের পাঁচটি পৌরসভার সব কটিতেই মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2015, 04:48 PM
Updated : 30 Dec 2015, 04:51 PM

ছেংগারচর: ছেংগারচরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল আলম জর্জ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মো. মফিজুল ইসলাম তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. মাহফুজুল হক জয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. জয়নাল আবদিন বুধবার রাতে ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মাহফুজুল পেয়েছেন ৬ হাজার ৪২২ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হারুনুর রশিদ পেয়েছেন ৪ হাজার ৯১০ ভোট।

১৩ কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৫ জন।

কচুয়া:
চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. নাজমুল আলম স্বপন জয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফ হোসেন বুধবার রাতে ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে নাজমুল পেয়েছেন ১০ হাজার ৭৩৪ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান মেয়র মো. হুমায়ুন কবির প্রধান পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।

৯ কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৬৫৫ জন।

মতলব:
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. আওলাদ হোসেন লিটন জয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৬৫ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান মেয়র মো. এনামুল হক বাদল পেয়েছেন ৭ হাজার ৬৮৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইসলাম বুধবার রাতে ফল ঘোষণা করেন।

২২ কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৮৬৩ জন।

হাজীগঞ্জ:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. মাহবুব-উল-আলম লিপন জয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৯৯৯ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান মেয়র মো. আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১২ হাজার ১৭৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান বুধবার রাতে ফল ঘোষণা করেন।

২০ কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ হয়। এ পৌরসভায় মোট ভোটার ৩৮ হাজার ৪৬৪ জন।