রাজবাড়ীর ২ পৌরসভায় আ. লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

রাজবাড়ী সদর ও পাংশা পৌরসভায় আওয়ামী লীগের এবং গোয়ালন্দ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2015, 04:04 PM
Updated : 30 Dec 2015, 04:04 PM

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নওশীন পন্নীর্নি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহম্মদ আলী চৌধুরী। নৌকা প্রতীকে তিনি ১৮ হাজার ৬৯৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অর্ণব নেওয়াজ মাহমুদ ভোট পেয়েছেন ১১ হাজার ৩১২।

পাংশা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল আল মাসুদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৪২৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চাঁদ আলী খান পেয়েছেন ২ হাজার ২২৬ ভোট।

গোয়ালন্দ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম শেখ। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৭৪৯ ভোট।