নলছিটিতে ভোট স্থগিতের আবেদন বিএনপির প্রার্থীর

জাল ভোট ও অনিয়মের অভিযোগ তুলে ঝালকাঠির নলছিটি পৌরসভায় ভোটগ্রহণ স্থগিত রাখার আবেদন করেছে বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2015, 07:45 AM
Updated : 30 Dec 2015, 07:45 AM

বিএনপির প্রার্থী ছাড়াও ৯ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থীও একই আবেদন করেছেন বলে বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা খান আব-ই- শাহানুর রহমান জানান।

কাউন্সিলর প্রার্থীরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের মো. আলতাফ হোসেন, মোশাররফ হোসেন ও দেলোয়ার হোসেন।

রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন কাউন্সিলর প্রার্থী ও বিএনপির মেয়র প্রার্থী জাল ভোট ও অনিয়মের অভিযোগ তুলে নলছিটি পৌরসভার ভোট স্থগিত রাখার জন্য দুপুর ১২টার দিকে লিখিত আবেদন করেছেন।

“অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।” 

মেয়র প্রার্থী মজিবুর রহমান বলেন, “১০টি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে সরকার সমর্থকরা। আরও অনেক কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেয়নি তারা।

“সরকারি দলের লোকেরা জাল ভোট দিচ্ছে তাই ভোটগ্রহণ স্থগিত রাখার আবেদন করেছি।”

কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান জামাল হোসেনের লোকেরা জাল ভোট দিচ্ছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর প্রার্থী খান জামাল।