ছেংগারচরে আ. লীগ প্রার্থী নির্বাচিত

চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রফিকুল আলম জর্জকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2015, 11:54 AM
Updated : 29 Dec 2015, 12:53 PM

মঙ্গলবার নির্বাচন কমিশনের আদেশ পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম তাকে মেয়র ঘোষণা করেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য স্থগিত করে। এতে পৌরসভায় মেয়র পদে রফিকুল একমাত্র প্রার্থী থাকেন

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “ছেংগারচর পৌরসভায় মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম জর্জকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারেন- নির্বাচন কমিশন থেকে এমন আদেশ পেয়ে রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষণা করেন।”

ফলে ৩০ ডিসেম্বর এই পৌরসভায় শুধু কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।