‘নাশকতার পরিকল্পনা’, নলছিটিতে কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2015, 06:49 AM
Updated : 28 Dec 2015, 06:49 AM

রোববার গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নলছিটি থানার পরিদর্শক মাকসুদুর রহমান।

এরা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী জাহাঙ্গীর, নাজমুল শরীফ, কুদ্দুস খান, আলঙ্গীর খান ও এনায়েতুর রহমান।

আটক অন্য তিনজন ওই কাউন্সিলর পদপ্রার্থীর কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক মাকসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমুলকে উপজেলার নাঙ্গলি গ্রাম থেকে নাশকতার প্রস্তুতিকালে সাতটি পেট্রোল বোমা সাদৃশ বস্তুসহ আটক করা হয়। পরে তার স্বীকরোক্তি অনুযায়ী কাউন্সিলর প্রার্থী কাজী জাহাঙ্গীরসহ অন্যদের আটক করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে নলছিটি থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে ওই কাউন্সিলর প্রার্থীসহ পাঁচ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।