নাটেশ্বরে বৌদ্ধ নগরী খননকালে ধসে আহত ৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে ১৩০০ বছরের পুরাতন বৌদ্ধ নগরীর খননের সময় মাটি ধসে চার শ্রমিক আহত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2015, 01:19 PM
Updated : 26 Dec 2015, 01:19 PM

শনিবার বিকালে এ ঘটনায় আহতরা হলেন, রঘুরামপুরের মৃত মুসলিম মিয়ার ছেলে হৃদয় (২০), নরসিংদীর আব্দুল বারেকের ছেলে আনোয়ার (৩৫), নাটেশ্বরের ইয়াসিন সিকদারের ছেলে আল ইসলাম (৫০) ও মৃত বরন দেওয়ানের ছেলে তসীর উদ্দিন দেওয়ান (৫৫)।

আল ইসলাম ও তসীরকে চকিৎিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব তথ্য দিয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মো আলমগীর হোসেন জানান, নাটেশ্বরে বৌদ্ধ নগরীতে ২০ ফুট গভীর করে খনন কাজ চলছিল। এ সময় খনন কাজের উত্তর পাশের ৫০ স্কয়ার ফিট এলাকা ধসে পড়ে।

‘এতে চার শ্রমিক আহত হয়।’

খনন কাজের গবেষণা পরিচালক জাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফী মুস্তাফিজুর রহমান বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। এতে চার শ্রমিক আহত হয়ছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং টঙ্গীবাড়ী থানা পুলিশ ওই অঞ্চলটি ঘিরে রেখেছে।