নওয়াপাড়ায় আ. লীগ বিদ্রোহীর কার্যালয়ে হামলা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ফারুক হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2015, 01:40 PM
Updated : 25 Dec 2015, 01:40 PM

শুক্রবার বিকালে ওই হামলায় অন্তত ১০ জন আহত হন বলে দাবি করেন ফারুক হোসেন।

ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, বিকালে কর্মীদের নিয়ে তিনি সৌরভ টাওয়ারে প্রধান নির্বাচনী কার্যালয়ে সভা করছিলেন।

“ওই সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায়। তারা ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং চেয়ার-টেবিল তছনছ করে।”

তিনি জানান, হামলা চলাকালে সেখানে উপস্থিত সাবেক হুইপ শেখ আব্দুল ওহাবসহ তারা সবাই বিকাল ৪টা থেকে প্রায় ৪০ মিনিট ওই কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

ওই সময় হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে মহড়া দেয় বলে অভিযোগ করেন ফারুক।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত দাস শান্ত দাবি করেন, বাস্তুহারা লীগ নৌকা প্রতীকের পক্ষে একটি মিছিল করেছিল।

“এসময় সাবেক হুইপ আব্দুল ওহাব ও মেয়র প্রার্থী ফারুক হোসেনের নেতৃত্বে তাদের মিছিলে হামলা করা হয়।”

হামলায় তাদের ছয় কর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

যশোরের সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং নিজেই ঘটনাস্থলে গেছেন।

বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে বলে অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানিয়েছেন।